Facts , Media , Knolez , Quotes, Inspiration, Motivation, History , Politics, Sports, Travel, Animals ,Places, Incidents And Others. // ঘটনা , খবর , জ্ঞান , উক্তি, অনুপ্রেরণা, প্রেরণা, ইতিহাস, রাজনীতি, খেলাধুলা, ভ্রমণ, প্রাণী, স্থান, ঘটনা এবং অন্যান্য।

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

মমতার ক্ষমতা তন্ত্র

 মমতার ক্ষমতা তন্ত্র কে নিয়ে এক অরাজনৈতিক কবিতা । 

বর্তমান সময়ের এক অনবদ্য কবিতা মমতার ক্ষমতা তন্ত্র 

(যা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে মিলে গেলে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী )। 


আমি পেন ধরলেই রবীন্দ্রনাথ

ব্যাট ধরলেই শচীন,

ট্যালেন্ট দেখে কাৎ হয়ে যায়

ক্যালকাটা টু কোচিন।


আমি শিক্ষক, ডক্টরেটও

বহুভাষাবিদ বটে,

আমিই অনুপ্রেরণাদাত্রী

বেদম ট্যালেন্ট ঘটে!


আমিই বিরাট শিক্ষাবিদ

বিজ্ঞানী, ডাক্তারও,

আমিই গায়িকা, অভিনেত্রী

গীতিকার, সুরকারও।


আমি পুরোহিত, জ্ঞানের পাহাড়

শখে লিখি মিঠে ছড়া,

কবিতা আমার শিরায় শিরায়

ট্যালেন্ট যায় না ধরা।


ঐতিহাসিক, প্রাবন্ধিকও

বলবো সে আর কত!

আঁকার হাতটা আমার আবার

ভীষণ জন্মগত।



হস্তী কিমবা সর্প বলো

বিশারদ তো আমিই,

ট্যালেন্ট দেখে চমকে ওঠেন

স্বয়ং অন্তর্যামী!


একাধারে আমি ঔপন্যাসিক

ভৌগোলিক তো বটেই,

অর্থনীতিবিদ হিসাবেও

নামটি আমার রটেই।


রাজ্যে গণ শিলান্যাসেও

দারুণ মজা পাই,

সংস্কৃত মন্ত্র পাঠে

আমার জুড়ি নাই।


আবার আমিই আইনজ্ঞ

নৃত্যশিল্পী, চাষি;

ফুটবলে আমি কিক্ মারতে

ভীষণ ভালোবাসি।


রন্ধনে যা এলেম আমার,

চপ শিল্পেও কৃতী!

ঝাল মুড়ি আর চা শিল্পেই

আমার বিশেষ প্রীতি!


কেউবা বলে ঠোঙাবিশারদ

উন্নয়নটা পেশা,

সততার আমি প্রতীক কিনা,

রাজনীতি তাই নেশা!


কেউবা বলে সারদা মাতা

বিষ্ণুমাতাও বলে,

আমি গরমেন্ট বলেই আমার 

ভয়ে রাজ্যটা চলে।


(এটা একটি অরাজনৈতিক ছড়া )

** সংগৃহীত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন