সুন্দর মুখের জয়
শেষ প্রহর .......💥💥
বাংলায় একটি প্রবাদ আছে সুন্দর মুখের জয় সর্বত্র........ আদতে কি তাই সুন্দর মুখের পরাজয় অন্তত এই ক্ষেত্রে ।
রাজীব গান্ধীর কথাই ধরুন,....দেশের সবচেয়ে সুপুরুষ প্রধানমন্ত্রী , মতান্তরে সবচেয়ে অসফল ! এক নজরে দেখে নেয়া যাক তাঁর কয়েকটি মারাত্মক ভুল সিদ্ধান্ত....
* ১৯৮৭ সাল, কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হলো । আপামর কাশ্মীরিরা তো বটেই বিচ্ছিন্নতাবাদীরা অব্দি বন্দুক রেখে দিয়ে এতে অংশগ্রহণ করেছিল । কি করলেন এই হ্যান্ডসাম P.M ? ফারুক আবদুল্লাহ ও কংগ্রেসের জোটকে জেতাতে প্রশাসন কে খোলা নির্দেশ দিলেন ভোটে রিগিং করতে । আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সেই দৃশ্য দেখলো গোটা বিশ্ব, গণতন্ত্রের ওপর থেকে বিশ্বাসই উঠে গেল কাশ্মীরীদের ! ব্যালট ছেড়ে সেই যে বুলেট তুলে নিলো আজও তা নামালো না।
** ইন্দোরের এক দরিদ্র তালাক প্রাপ্ত মহিলা শাহবানু মাসে মাত্র দুশো টাকা খোরপোশ দাবী করেছিল । হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট মহিলার পক্ষে রায় দিলেও এই সুপুরুষ ভদ্রলোক রুলিং জারি করে তা নাকচ করে দেন । ফল.... ধর্ম নিরপেক্ষ দেশে স্বীকৃতি পেয়ে গেলো মোল্লাতন্ত্র !
* তার আমলেই ঘটেছিল ভূপাল গ্যাস কান্ড, বিশ্বের বৃহত্তম শিল্প দুর্ঘটনা, অথচ তদন্ত শুরু হবার আগেই ইউনিয়ন কার্বাইডেরর চেয়ারম্যান কে দেশ ছেড়ে পালাতে দিয়েছিলেন ।
সুন্দর মুখের জয়??
* স্বাধীনতার পর প্রতিরক্ষা সরঞ্জাম কেনাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছিল এনার জমানায় ।বফর্স কামান কিনতে বিরাট অঙ্কের কাটমানি হাত বদল হয়েছিল, প্রকাশ হয়ে গিয়েছিল সুন্দর মুখের আড়ালে ওনার কালো চেহারাটা !
* শ্রীলংকার জাতিদাঙ্গায় তামিল দের সংহার করতে ইনি IPKF এর ব্যানারে পাঠিয়েছিলেন এক লাখ সশস্ত্র ভারতীয় সেনা তার মধ্যে প্রায় এগারোশো সেনা বেঘোরে মারা যায়। অথচ একসময় এই তামিল জঙ্গীদের তিনিই দেশের বিভিন্ন জায়গায় সামরিক ট্রেনিং দেবার ব্যাবস্থা করেছিলেন । এ ব্যাপারে শোনেননি মন্ত্রীসভার বরিষ্ঠ সদস্যদের মানা ।
ফল ....নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করলেন এইসব হঠকারী সিদ্ধান্তের..... 🛑
#২১শে_মে ১৯৯১ , শ্রীপেরুমুদুর । রাজধানী মাদ্রাজ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এক নির্বাচনী প্রচার সভায় এলেন লোকসভার বিরোধী দলনেতা । ঘড়িতে তখন রাত দশটা । বড় রাস্তা থেকে নেমে কাঁচা পথে কিছুটা হাঁটার পর স্থানীয় এক খেলার মাঠে জনসভার আয়োজন । প্যাচপেচে গরম তার মধ্যেও এই যুবক নেতা হাসি মুখে এগিয়ে চলেছেন মঞ্চের দিকে । দুপাশের মানুষের সাথে হাত মেলাচ্ছেন, গ্রহণ করছেন ফুল মালা । এরই মাঝে চোখে পড়লো মালা নিয়ে এগিয়ে আসা এক কৃষ্ণাঙ্গী তরুণীকে আটকাচ্ছে লেডি কনস্টেবল । চোখের ইশারায় ছেড়ে দিতে বললেন তাকে । এগিয়ে এসে মেয়েটি মালা পড়ালো তাকে, ঝলসে উঠলো কারো ক্যামেরার ফ্ল্যাশ । তারপরেই মেয়েটি ঝুঁকে প্রণাম করতে গেল তাকে, আর তখনই তীব্র আওয়াজ আর আলোর ঝলকানিতে ভেসে গেল চরাচর ।
সাদা কুর্তা পাজামা পরিহিত নেতার দেহ নিমেষে ছিন্নভিন্ন হয়ে গেলো । সেই তরুণীর দেহ থেকে মাথাটা ছিটকে বেরিয়ে গিয়ে পড়লো বিশ মিটার দূরে । আশেপাশে পড়ে কারো হাত কারো পা , রক্তে ভেসে যাচ্ছে চরিদিক । আহতের আর্তনাদে খানখান হয়ে গেলো রাতের নিস্তব্ধতা । মোট চব্বিশ জন মারা গেছিল সেদিন আহত হয়েছিল এর তিনগুণ ।
উপস্থিত দলের নেতা ও মন্ত্রীরা বিস্ফোরণের অভিঘাতে পুরো হতবাক, নেতার দেহ তুলে যে হাসপাতালে পাঠাতে হবে সেটাও ভুলে গেছিলেন তারা । সম্বিত ফিরতে দেহ তুলে যখন হাসপাতালে নিয়ে আসা হলো ডাক্তাররা ঘোষণা করলেন " Victim was brought Dead . মুহুর্তেই সারা বিশ্বের সংবাদ মাধ্যমের অফিসে টেলিপ্রিন্টার সচল হয়ে খবর আসতে লাগল Former prime minister and Congress leader Rajiv Gandhi assassinated at 10.15 hrs today.
সব সমালোচনার উর্ধ্বে উঠে গিয়েছেন আজ দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। প্রয়ান বার্ষিকীতে শ্রদ্ধার্ঘ 🌺🌺 ** শেষছবি ঘাতকের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন