সমস্ত জীবিত ভালুক প্রজাতি / All Living Bear Species.
সমস্ত জীবিত ভালুক প্রজাতি ক্যানিফরমিয়া ( কুকুর সদৃশ্য মাংসাশী )নামক উপ আদেশর অন্তর্গত প্রাণী যা বিড়াল পরিবারের থেকে আলাদা । সমস্ত জীবিত ভালুক প্রজাতি ই তিনটি উপ পরিবারের অন্তর্গত । এদের ৬০ টি দেশে দেখতে পাওয়া যায় ।
![]() |
সমস্ত জীবিত ভালুক প্রজাতি |
১. মরু ভালুক /পোলার বিয়ার
বৈজ্ঞানিক নাম : উরসাস মারিটিমাস
বংশ – উরসাস , উপ পরিবার – উরসিনা
অতি মাত্রায় মাংসাশী ভালুক
বাসস্থান আর্কটিক বৃত্ত যা আর্কটিক সাগর ও পার্শ্ববর্তী
সাগর এবং ভূখন্ডকে বোঝায় ।
![]() |
মেরু ভালুক/Polar bear ওজন : পুরুষ ৩৫০ থেকে ৭০০ কেজি মহিলা ১৫০ থেকে ২৫০ কেজি । মেরু ভালুক অনান্য ভালুকদের তুলনায় সবচেয়ে বড় । |
এদের কোন উপ প্রজাতি নেই ।
২ . দৈত্যাকৃতি পান্ডা
এদের পান্ডা ভালুক বা পান্ডা বিয়ার নামেও ডাকা হয়।
বৈজ্ঞানিক নাম : আইলুরোপোডা মেলানোলিউকা
বংশ : আইলুরোপোডা
উপ পরিবার : আইলুরোপোডাইন
বাসস্থান চীনের সিয়াচুন এবং পার্শ্ববর্তী সানশি ও গানসু ।
দৈত্যাকার পান্ডা / giant panda |
ওজন :
পুরুষ ১০০ থেকে ১৬০ কেজি ,মহিলা ৭০ থেকে ১২৫ কেজি
দৈত্যাকার পান্ডা তৃণভোজী , মূলতঃ বাঁশের পাতা ও অঙ্কুরের ওপর নির্ভরশীল
উপ প্রজাতি - ০২ টি
৩ . দাগযুক্ত ভালুক
আন্দিয়ান ভালুক বা পর্বত ভালুক নামেও পরিচিত
বৈজ্ঞানিক নাম : ট্রেমার্কটোস অর্নাটস
বংশ : ট্রেমার্কটোস
উপ পরিবার : ট্রেমার্কটাইন
![]() |
দাগ বা চশমা যুক্ত ভালুক /spectacled bear |
বাসস্থান পূর্ব এবং দক্ষিণ পশ্চিম আমেরিকা,বলিভিয়া,
পেরু,ভেনেজুয়েলা,
কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা ।
সাধারণত তারা মাংসাশী কিন্তু তাদের খাদ্য তালিকায়
মাত্র ৫ থেকে ৭ % মাংস থাকে ।
ওজন : পুরুষ ১০০ থেকে ২০০ কেজি , মহিলা ৩৫ থেকে ৮২ কেজি
কোন উপ প্রজাতি নেই ।
৪ . সান বিয়ার /সূর্য ভালুক
ব্রুয়াং, মধু ভাল্লুক বা মালয় সূর্য ভালুক বলা হয়
বৈজ্ঞানিক নাম : হেলার্কটোস মালায়ানাস।
বংশ : হেলার্কটোস
উপ পরিবার : উরসিনা
বাসস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় বন
সবচেয়ে অর্বোরিয়াল (বৃক্ষ-জীবিত)
ভালুক এবং সব ভালুকের মধ্যে ছোট
![]() |
সূর্য ভালুক /sun bear |
পুরুষ এবং মহিলা উভয়রেই
ওজন ২৫ থেকে ৬৫ কেজি
সূর্য ভাল্লুক সর্বভুক ।
উপ- প্রজাতি – ০২ টি
৫ . স্লথ ভালুক
ভারতীয় উপমহাদেশের একটি মাইরমেকোফ্যাগাস ভালুক
বৈজ্ঞানিক নাম : মেলারসাস উরসিনাস
বংশ: মেলারসাস
উপ পরিবার : উরসিনা
মধু ভাল্লুক এবং ল্যাবিয়েটেড ভালুকও বলা হয়
বাসস্থান ভারত, শ্রীলঙ্কা,নেপাল ও ভুটান।
![]() |
স্লথ ভালুক / sloth bear |
সর্বভুক হিসাবে পরিচিত তবে তারা উইপোকা এবং পিঁপড়ার বিশেষজ্ঞ শিকারী
ওজন :
পুরুষ ৮০ থেকে ১৪৫ কেজি
মহিলা ৫৫ থেকে ১০৫ কেজি
উপ প্রজাতি - ০২ টি
৬ . আমেরিকার কালো ভালুক/আমেরিকান ব্ল্যাক বিয়ার
আমেরিকার সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি বিস্তৃত ভালুক প্রজাতি
বৈজ্ঞানিক নাম : উরসাস আমেরিকান
জেনাস: উরসাস
উপ পরিবার : উরসিনা
![]() |
আমেরিকার কালো ভালুক |
আবাসস্থল দক্ষিণ এবং পূর্ব আমেরিকার জঙ্গল, পাহাড় এবং সমতলভূমি
খাদ্যাভাস সর্বভুক ।
ওজন : পুরুষ ৫৯ থেকে ৩০০ কেজি মহিলা ৪১ থেকে ১৭০ কেজি
উপ প্রজাতি - ১৬ টি
৭ . এশিয়ার কালো ভালুক /এশিয়াটিক ব্ল্যাক বিয়ার
এছাড়াও চাঁদ ভালুক এবং সাদা বুকের ভালুক বলা হয়
বৈজ্ঞানিক নাম : উরসাস থিবেটানাস
বংশ : উরসাস
উপ পরিবার : উরসিনা
এশিয়ার কালো ভালুক/Asiatic black Bear |
বাসস্থান হিমালয়, উত্তর-পূর্বভারত, ইরান, কোরিয়া, চীন, জাপান, রাশিয়া এবং তাইওয়ান ।
সর্বভুক হিসাবে পরিচিত ।
ওজন : পুরুষ ৬০ থেকে ২০০ কেজি
মহিলা ৪০ থেকে ১২৫ কেজি
উপ প্রজাতি - ০৭ টি
৮ . বাদামী ভালুক / ব্রাউন বিয়ার
অন্যতম বৃহৎ ভালুক
বৈজ্ঞানিক নাম : উরসাস আর্কটোস
জেনাস: উরসাস
উপ পরিবার : উরসিনা
![]() |
বাদামী ভালুক/brown bear |
আমেরিকা এবং ইউরেশিয়া জুড়ে পাওয়া যায় ।
সর্বভুক হিসাবে পরিচিত ।
ওজন: পুরুষ গড় ১৮০ কেজি মহিলা গড় ১৩৫ কেজি
উপ প্রজাতি - ১৬ টি
Image courtesy : Google image Wikimedia creative commons .
Copyright: @knolezbanglamedia
Written by : Sandip. C
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন