Facts , Media , Knolez , Quotes, Inspiration, Motivation, History , Politics, Sports, Travel, Animals ,Places, Incidents And Others. // ঘটনা , খবর , জ্ঞান , উক্তি, অনুপ্রেরণা, প্রেরণা, ইতিহাস, রাজনীতি, খেলাধুলা, ভ্রমণ, প্রাণী, স্থান, ঘটনা এবং অন্যান্য।

Responsive Ads Here

শনিবার, ৩০ জুলাই, ২০২২

আফসিন গুল পাকিস্তানের বালিকার বিরল অস্ত্রপ্রচার সফল ভারতে / Afsin Gul Pakistani girl's rare surgery successful in India

 আফসিন গুল পাকিস্তানের বালিকার বিরল অস্ত্রপ্রচার সফল ভারতে / Afsin Gul Pakistani girl's rare surgery successful in India . 

Image source: Afseen Gul/Instagram 







আফসিন গুল পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক তরুণী সে তার সাত ভাই বোনের মধ্যে সবচেয়ে 

ছোট । এক বিরল রোগে আক্রান্ত । ১০  মাস বয়সেই 

দিদির কোল থেকে পড়ে যাওয়ায় তার ঘাড় ৯০ ডিগ্রী ঘুরে যায় । 

তার বাবা মা তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার কিছু ঔষধ এবং ঘাড়ের একটি বেল্ট দিয়ে ছেড়ে দেয় । 

কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয় না ।  

আর্থিক দিক থেকে সচ্ছল না হওয়ায় তার 

পরিবার  কিছু সাময়িক চিকিৎসা ছাড়া   সে ভাবে চিকিৎসা করাতে পারেনি । ১২

বছর এই ভাবেই কেটে যায় । তার এই শারীরিক প্রতিবন্ধকতার কারনে কখনো স্কুলে যেতে পারত না এবং খেলতে পারত না । খাওয়া দাওয়া র জন্য বাড়ির অন্য সদস্যদের উপর নির্ভর করতে হতে । নভেম্বর ২০১৭ তে  পাকিস্তানের এম পি বালোচ নাজ টুইটারে জানান পাকিস্তান 

অপারেশনের আগে 


চিকিৎসার ব্যায়ভার বহন করবে । ২০১৮ সালে পাকিস্তানের আঘা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় । আফসিনের ভাই কুম্বার এর কথায় যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছিলেন আমরা অপারেশন করতে পারি কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ ।  এরপর আর কোন প্রচেষ্টা ছিল না আফসিন চিকিৎসায় । ২০১৯ এ ব্রিটিশ সাংবাদিক আলেক্সান্দ্রিয়া থমাসের আবার প্রচারের আলোয় আসে এবং যোগাযোগ হয় দিল্লী আ্যপোলো হাসপাতালের ভারতীয় ডাক্তার রাজাগোপালন কৃষ্ণান এর সাথে । এরপর শিশু কেয়ার সংস্থার সহযোগিতায় চিকিৎসা ভিসাতে গতবছরের নভেম্বরে ভারত পৌঁছায় । এরপর নিখরচায় ডঃ কৃষ্ণন তার অপারেশন করেন এবং চারটি অপারেশন চার ধাপে সম্পন্ন হয় । ডঃ কৃষ্ণনের কথায় এটা বিরল অস্ত্র প্রচার , রোগীর হার্ট এবং ফুসফুস দুর্বল হওয়ার অপারেশন চলাকালীন বন্ধ হয়ে যেতে পারে ( যা রোগীর পরিবার কে জানানো হয় ) । প্রধান এবং শেষ অস্ত্র প্রচারটি ঘাড়ের যা ফেব্রুয়ারি তে সম্পন্ন হয় অত্যন্ত সফলভাবে । রোগী স্বাভাবিক এবং নতুন জীবন ফিরে পায় । আফসিন এখন 

অপারেশনের পর 


  হাসতে ও কথা  

  বলতে পারে ।  

  তবে এখনো দুর্বল । 


ডঃ কৃষ্ণন আরো বলেন যে চিকিৎসার মধ্যে আরো অনেক দিন থাকতে হবে । 

ডঃ কৃষ্ণন এবং আফসিন অপারেশন এর পর









আফসিনের ভাই কুম্বার ধন্যবাদ জানিয়ে বলেন ডঃ কৃষ্ণন একজন দেবদূত যার জন্য আমার বোন আজ সুস্থ এবং স্বাভাবিক । 

আমাদের আরো ব্লগ পড়তে ক্লিক করুন 

ভারতের এই অবদানে  আপামর ভারতীয়রাও খুশি । তবে কিছু প্রশ্ন থেকে ই যায় আমাদের এই মহানুভবতায় আমাদের চিরশত্রু কে এর আগেও এইরকম চিকিৎসা দিয়েছি । সেখানে শত্রু বিচার না করেই । পাকিস্তান 

জঙ্গি উৎপাদন কারী দেশ‌ আমাদের এই উপকারের 

ঋন হয়তো আবার কোন জঙ্গি পাঠিয়ে ২৬/১১ র মতো মানুষের হত্যা লীলায় এবং হাসপাতাল ধংস করে পরিশোধ করবে । 

একটি চরম অশিক্ষিত জাতির থেকে কি আশা করা যায় যারা ২৬/ ১১ হাসপাতাল গুলোতে আক্রমন করেছিল শুধু এই কারনে যাতে কোন ব্যাক্তি গুরুতর আহত হলে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না করাতে পারে আজ তাদের চিকিৎসার জন্য ভারতের ডাক্তার এবং হাসপাতালের 

মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে এবং নির্লজ্জের মতো । হ্যা বলতে ভুলে গেছি পাকিস্তান  যেন কার মহান আশীর্বাদে সৃষ্টি ……....


All copyright @knolezbangla 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন